গাবতলী পৌরসভা ভোটে আ’লীগ ও জাপার মেয়রসহ কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন ফরম জমা প্রদান

178

এনামুল হক:-

গাবতলী (বগুড়া) : বগুড়ার গাবতলী উপজেলা পৌরসভা নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার রির্টানিং অফিসার ও ইউএনও রওনক জাহানের হাতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোমিনুল হক শিলু। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিএম মুসা পেস্তা, যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহন, সদস্য আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম ভূলন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলু প্রমুখ। উপজেলা নির্বাচন অফিসে মনোনয়পত্র জমা দেন জাতীয় পাটির মনোনীত মেয়র প্রার্থী উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি ফজলে রাব্বী তনু। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টিও সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আলম মামুন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এনামুল হক তোতা, জাপা নেতা জোব্বার, দুলাল, রেজাউল রহমান. আব্দুর রাজ্জাক প্রমুখ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা মনোনয়পত্র জমা দিয়েছেন। এরা হলেন, পৌর যুবলীগের সহ-সভাপতি মাহবুব রহমান, পৌরসভাধীন ২নং ওয়ার্ডে পৌর যুবলীগের সভাপতি হিরণ পাইকার, নুরুল্লাহ আকন্দ ও জালাল উদ্দিন ৩নং ওয়ার্ডে জাহিদুল ইসলাম জাহিদ ও মোস্তাফিজার মোস্তা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা মাইনুর রহমান মানিক, জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ৫নং ওয়ার্ডে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল, ৬নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ নেতা মুরাদ হাসান সরকার, ৭নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর সোহেল রানা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রতন এবং ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা আব্দুল জলিল এবং সংরক্ষিত ১, ২ ও ৩নং (১নং) ওয়ার্ডের মিলি বেগম, ৪, ৫ ও ৬নং (২নং) ওয়ার্ডেও জাহানারা বেগম এবং ৭, ৮ ও ৯নং (৩নং) ওয়ার্ডের মালেকা বেগম। এ সময় স্ব-স্ব প্রার্থীদের সমর্থকগণ উপস্থিত ছিলেন। আগামী ৩০ জানুয়ারী নির্বাচন অনিুষ্ঠিত হবে।