বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায়,গরীব ও দুঃস্থ দের মাঝে শীতবস্ত্র বিতরণ

155

সোহাগ মাহবুব: বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদ চত্বরে ২০২০/২১ অর্থ বছরে গোকুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায়, গরীব ও দুঃস্থ জনসাধারণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বুধবার (৩০ডিসেম্বর) সকালে গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী
মেহেদী হাসান, ইউপি সচিব আজমল হোসেন, ইউপি সদস্য ছালামত আলী,এমদাদুল হক দুলাল,নজমল হক মজো, সংরক্ষিত মহিলা সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাজেরা বেগম, রুমি বেগম, উদ্যোক্তা মিসফাকুর রহমান উজ্জল, ছানোয়ার রহমান প্রমূখ।