বগুড়ার বিএনপি নেতা জানে আলম খোকা বহিষ্কার

120

স্টাফ রিপোর্টার

দলের সিদ্ধান্তের বিপরীতে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জানে আলম খোকাকে বহিষ্কার করা হয়েছে। আজ রাতে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বগুড়া জেলা বিএনপির আহবায়কে চিঠির অনুলিপি প্রেরণ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জানে আলম খোকা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগের প্রমাণ মিলেছে। ফলে গঠনতন্ত্র ৫ (গ) ধারা অনুযায়ী দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হলো।

বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া ৫ আসনের সাংসদ গোলাম মোঃ সিরাজ এ তথ্য নিশ্চিত করে বলেন, জানে আলম খোকা দলের বিরুদ্ধে অবস্থান নিলে কেন্দ্র তাকে আজ রাতে বহিষ্কারাদেশ দিয়েছে।