বগুড়ায় পৌর নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে আইনশৃংখলা সংক্রান্ত মত বিনিময় সভা

151

আবু সাঈদ হেলাল

বগুড়ায় পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঈআলেঅচনা পর্ব শেষে সারিয়াকান্দি, সান্তাহার ও শেরপুর পৌরসভায় প্রতিদ্বন্দ্বী মেয়র কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়।
বুধবার সকাল থেকে শহীদ টিটু মিলানায়তনে এই সভা শুরু হয়। এরপর পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের বগুড়ার ৩ পৌরসভায় প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এই সভাটির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, অতি: জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন, মেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া সুলতানা, শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান প্রমূখ।
পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারী বগুড়ার সারিয়াকান্দি, সান্তাহার ও শেরপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দীতাকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়।
এরমধ্যে সারিয়াকান্দি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতাকারী ৪ প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মতিউর রহমান (নৌকা), বিএনপি মনোনীত ছাবিনা ইয়াছমিন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আলমগীর শাহী (নারিকেল গাছ), আলী আজগর (জগ)।
সান্তাহার পৌরসভায় ৩ মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু (নৌকা), বিএনপি মনোনীত তোফাজ্জল হোসেন (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজী মোঃ আব্দুর রাজ্জাক (হাত পাখা)।
শেরপুর পৌরসভায় ৪ মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার (নৌকা), বিএনপি মনোনীত স্বাধীন কুমার কুন্ডু (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের এমরান কামাল (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জানে আলম খোকা (জগ)।