জাতীয় ফুটবলার বগুড়ার সম্রাট আর নেইঃবিভিন্ন সংগঠনের শোক

211

সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক সাফিনুর রহমান সম্রাট (৬০) বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার একটি ক্লিনিকে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আসাদুর রহমান দুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাগর কুমার রায়, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাশরাফী হিরো। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।