শিবগঞ্জ পৌর নির্বাচনে ৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র জমা

143

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন আগামী ৩০জানুয়ারী শিবগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে দুই মহিলা কাউন্সিলর প্রার্থীসহ আটজন কাউন্সিলর পদপ্রার্থী তাদের মনোনয়ন ফরম শিবগঞ্জ পৌরসভা নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার আনিছুর রহমানের নিকট জমা দিয়েছেন।৩০ ডিসেম্বর বুধবার দুপুর থেকে প্রার্থীরা সীমিত পরিসরে কর্মী সমর্থকদের নিয়ে এ মনোনয়ন ফরম জমা দেন। ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোকছেদুর রহমান দুলু মাষ্টারের সাথে মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মাস্টার শফিকুল ইসলাম, তাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাসুম, রায়হানুল হক রনি, ইদ্রীস কাজী, ইউনুস কাজী, রফিকুল ইসলাম, নেছার আহম্মেদ, মামুনুর রশিদ প্রমূখ। এছাড়াও শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোকছেদ আলী আকন্দ সহকারী রিটার্নিং কর্মকর্তা আনিছুর রহমানের নিকট মনোনয়ন ফরম জমা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব সংহতির সদস্য সচিব শেখ ফজলুল বারী,তায়েব, আঃ হামিদ, ছাইদুল, আলহাজ্ব ইমদাদ আলী আকন্দ, জায়েদুল, হারুনুর রশিদ, রেজাউল করিম, মিস্টার, মাহবুব, আলফেট, উপজেলা ছাত্র সমাজের সভাপতি গোলাম মোস্তফা, সদস্য সচিব খোকনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অপর দিকে শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন বর্তমান কাউন্সিলর শাহিনুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান শেখসহ ১নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের ভোটারবৃন্দ। এছাড়াও শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাহাদত জামান শিবগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তা আনিছুর রহমানের নিকট মনোনয়ন ফরম জমা দেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ তায়েব আলী ভাইস চেয়ারম্যান বিআরডিবি, আইয়ুব আলী, সাংবাদিক ফারুক হুসাইন, ফিরোজ, আঃ সাত্তার, তোজাম্মেল প্রমূখ। এছাড়াও আসন্ন শিবগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে ৫নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হক শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার আনিছুর রহমানের নিকট মনোনয়ন ফরম জমা দেন। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষকলীগ সভাপতি লুৎফর রহমান, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, আলহাজ্ব আঃ মোত্তালেব, মিজানুর রহমান, লেমন প্রমূখ। অপরদিকে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন মোঃ রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান শেখ, আলহাজ্ব রফিকুল ইসলামসহ ৮নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের ভোটারবৃন্দ। এচাড়াও আসন্ন শিবগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা আনিছুর রহমানের নিকট মনোনয়ন ফরম জমা দেন ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অলেদা বেগম। এসময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইনছার আলী, আব্দুল প্রামানিক, আজিমুদ্দিন আকন্দ, সহিদা, জুলেখা প্রমূখ। অন্যদিকে আসন্ন শিবগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মিনারা বেগম শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার আনিছুর রহমানের নিকট মনোনয়ন ফরম জমা দেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিল তাজুল ইসলাম, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ অত্র এলাকার ভোটারবৃন্দ। অপরদিকে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে সাবেক কাউন্সিলর রুহুল আমিন এবং ০৯নং ওয়ার্ডে সাজু ফকির ওরফে যুবরাজ মনোনয়ন ফরম জমা দিয়েছেন।