বগুড়ায় করোনায় নতুন করে শনাক্ত ২০,সুস্থ ২১

127

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২০০টি নমুনার ফলাফলে নতুন করে ২০জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১০ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২১জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ২০ জনের মধ্যে সদরের ১৮ , গাবতলী ও শেরপুরে একজন করে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, ৩০ ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২০০টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯৪টি নমুনায় ১৭জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৬টি নমুনায় ৩জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯ হাজার ৫৯০জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৭৭৯জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২২৪জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৮৭জন।