বগুড়ায় সুবিল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব

201

বগুড়ায় সুবিল উচ্চ বিদ্যালয়ে সরকার কর্তৃক প্রদত্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরনের উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল। প্রতিষ্ঠানের সহাকরী শিক্ষক রুহুল আমিনের সঞ্চালনায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নওশাদুর রহমান, প্রধান শিক্ষক গোলাম রহমান,ছাত্রলীগনেতা তাজমিলুর রহমান তমাল, সুবিল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাইদুর রহমান, মোস্তফা কামাল, সাইফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি রুহুল আমিন, রেশমা খাতুনসহ শিক্ষকবৃন্দ।সকল স্বাস্থ্য বিধি মেনে বই বিতরন করা হয়।