———————
নামুজ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের নুনগোলায় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। উক্ত উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ২০১৬ বনাম ২০১৭ এর ব্যাচ। ১জানুয়ারি (শুক্রবার) বিকেলে এসএসসি ব্যাচ ২০০৩ আয়োজিত এ টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট দলের আন্ডার নাইন্টিন ক্রিকেটার তানজিদ হাসান জামিল। টুনামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রাজিবুল করিম রাফির সভাপতিত্বে উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল। বিশেষ অতিথি ছিলেন ইয়াং টাইগার ক্রিকেট একাডেমি বগুড়ার হেড কোচ ও কোচ বিবিসি ওয়ালীউর রহমান এবং নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার। মোমিনুল ইসলাম লিমনের সার্বিক তত্বাবধানে আরো উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য সচিব ফিরোজ সরকার, ফেরদৌস রহমান, রবিউল ইসলাম প্রমুখ।