বগুড়া সদরের রায়মাঝিড়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ

140

সাইদুর রহমান সাজু, মহাস্থান বগুড়া থেকে : শুক্রবার সকাল ১০ টায় সারা দেশের ন্যায় স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরুত্ব বজায় রেখে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রায়মাঝিড়া উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে স্বল্প পরিসরে বিনামূল্যে পাঠ্য বই তুলে দেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, চেযারম্যান প্রার্থী ও রায়মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সমাজ সেবক আজহারুল হান্নান রিপু। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আবুল কালাম আজাদ, কমিটির সদস্য আলমগীর হোসেন নান্নু, তাজুল ইসলাম, মোখলেছার রহমান, শাহজাহান আলী, সাইফুল ইসলাম, স্বপ্না খাতুন, সহকারী প্রধান শিক্ষক পার্থ সারথী দাস,সহকারী শিক্ষক আবু ইমরান,রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, রুমানা আকতার, আব্দুল মান্নান, রেজাউল করিম, মায়া রানী, ইনছান আলী,অভিভাবক শহিদুল ইসলাম। অপরদিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই প্রদান কালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালযের প্রধান শিক্ষক রেবেকা খাতুন, সহকারী শিক্ষক মাকসুমুল হাকিম, আতিয়া সুলতানা, আব্দুর রউফ, রাফিয়া সুলতানা, আব্দুল কাদের,দাতা সদস্য বাবুল মিয়া প্রমূখ। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা খুব খুশি । তারা প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ও তার জন্য দোয়া করেন।