শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

235

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশের পল্লী বাংলার প্রাণ প্রিয় নেতা পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ১৯৮৬ সালের ১লা জানুয়ারী জাতীয় পার্টি দলটি প্রতিষ্ঠা করেন।

১লা জানুয়ারী শুক্রবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে তার হাতে গড়া সংগঠন জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করে শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টি।

কেক কর্তনের মাধ্যমে এ প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির সদস্য এমপি পুত্র হুসাইন শরিফ সঞ্চয়। কেক কর্তন শেষে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে এক আলোচনা সভা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, জাতীয় পার্টি নেতা শ্যামল বাবু, আব্দুল মোত্তালেব, নজরুল ইসলাম বাসু, মাহবুবুর রহমান, বাবু সরকার, উপজেলা যুব সংহতির সদস্য সচিব শেখ ফজলুল বারী, উপজেলা ছাত্র সমাজ আহবায়ক গোলাম মোস্তফা, বগুড়া জেলা জাতীয় পার্টির সদস্য মাষ্টার শাহিনূর ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব মোকারম হোসেন খোকন, জাতীয় ছাত্র সমাজ শিবগঞ্জ পৌর শাখার আহবায়ক দিপ্ত কুমার রনো, সদস্য সচিব রামিম ইসলাম পাপ্পু সদস্য, সরকারি শিবগঞ্জ এম এইচ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম সাব্বির সহ উপজেরা বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।