বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি নিশ্চিতকরণে ৩ ম্যাজিস্ট্রেট নিয়োগ।

177

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি পালন নিশ্চিতকরণে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আদেশ জারি করেছেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো জিয়াউল হক। গত ২৯ ডিসেম্বর এ আদেশ জারি করা হয়েছে। জানাযায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদার প্রেক্ষিতে বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি পালন নিশ্চিতকরণ, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠান এবং সার্বিক আইন-শৃংখলা নিয়ন্ত্রণে নিয়োজিত আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের আইনানুগ দিক-নির্দেশনা প্রদানের নিমিত্ত ৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা হলেন, শেরপুরের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন, জেলা প্রশাসকের কার্যালয় বগুড়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাসিম রেজা ও পাপিয়া সুলতানা। তারা শেরপুর পৌরসভা এলাকায় ৩০ ডিসেম্বর২০২০খ্রিঃ হতে ১৩ জানুয়ারি ২০২১ খ্রি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.লিয়াকত আলী সেখ বিষয়টি নিশ্চিত করেন।