বগুড়ায় ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

101

করোনার কারনে সীমিত পরিসরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বগুড়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে দোয়া মাহফিল, কেক কর্তন এবং আলোচনাসভা করা হয়। জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ প্রধান অতিথি থেকে কেক কাটেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, গণতান্ত্রকি রাজনীতিতে নির্বাচন যখন ব্যর্থ হয়ে যায়। তখন সভ্য ভাবে পরিবর্তনের পথ বন্ধ হয়ে যায়। কিন্তু সাংবিধানিক ভাবে আরেকটি পথ খোলা থাকে সেটি রাজপথের গণঅভ্যুত্থান। সেই রাজপথের গণঅভ্যুত্থান আমাদের দেশে একবার না, উনসত্তুরের গণঅভ্যুত্থান ও নব্বইয়ে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। এদেশের মানুষ ছাত্রজনতা কৃষক-শ্রমিক তারাই গণঅভ্যুত্থান সংঘটিত করেছে।
জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে এবং নুরে আলম সিদ্দিকী রিগ্যান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সংসদ সদস্য মোশারফ হোসেন সরকার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, সদস্য রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, কে এম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, শহীদ উন নবী সালাম, মাফতুর আহমেদ খান রুবেল, মনিরুজ্জামান মনি প্রমুখ।