শিবগঞ্জে পৌর নির্বাচনে মেয়র, কাউন্সিলর সহ মোট ৫৫ জনের মনোনয়ন পত্র দাখিল

167

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ আসন্ন আগামী ৩০ জানুয়ারী বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত শিবগঞ্জে পৌর নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৩৭ জন, মহিলা সংরক্ষিত আসনে ১১ জন সহ মোট ৫৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ মুুহুর্তে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি ও স্বতন্ত্র প্রার্থী সহ তাদের সমর্থকরা আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা প্রদান করেন। আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী বর্তমান পৌর মেয়র তৌহিদুর রহমান সহ তার দলীয় সমর্থকরা নৌকা মিছিল নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যান। নির্বাচনী আচরণ বিধি মেনে উপজেলা নির্বাচন কার্যালয়ে নির্বাহী অফিসার আলম কবীর এর নিকট মনোনয়ন পত্র জমা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টি-জামান নিকেতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, জেলা আওয়ামীলীগ নেতা মাশরাফি হিরো, আবুল কাশেম ফকির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা সহ আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে বিকাল ৪.০০ ঘটিকায় বিএনপির মনোনিত প্রার্থী মতিয়ার রহমান মতিন বিএনপির একক প্রার্থী হিসাবে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ধানের শীষের মিছিল নিয়ে নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম, বিএনপি নেতা মাস্টার আব্দুর রাজ্জাক, এবিএম কামাল সেলিম, বুলবুল ইসলাম, তাজুল ইসলাম সহ থানা ও পৌর বিএনপির নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্য মেয়র প্রার্থী হিসাবে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, জাগপা নেতা প্রকৌশলী সিরাজুল ইসলাম, আব্দুল গোফ্ফার, পৌর আওয়ামীলীগ সভাপতি আমিনুল হক দুদু, মোছাঃ ফৌজিয়া খানম।
এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান বলেন, নির্বাচনে জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে ৬ জন, সংরক্ষি মহিলা আসনে ১১ জন ও পুরুষ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা প্রদান করেছেন।