রাশেদুল ইসলাম রাশেদ
নতুন বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সরকারি নতুন বই বিতরণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১জানুয়ারী) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা বেগমের সভাপতিত্বে, স্বাস্থ্য বিধি মেনে, ম্যানেজিং কমিটির সহ সভাপতি রাজু হোসেন পাইকাড় রাজু-২০২১ বর্ষের শিক্ষার্থীদের মাঝে, সরকারি নতুন পাঠ্যপুস্তক (বই) বিনামূল্যে বিতরণ উদ্বোধন করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি রাজু হোসেন পাইকাড়, সদস্য ১৮ নং ওয়ার্ড আহবায়ক কমিটি বিএনপি ও কাউন্সিলর প্রার্থী অত্র ওয়ার্ড।
তিনি বলেন নতুন বই নিতে শিক্ষার্থীরা সকাল থেকেই স্কুলে স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত হতে দেখা গেছে। এবার করোনা ভাইরাসের কারনে জেলায় ১২ টি ধাপে নতুন বই বিতরণ করা হচ্ছে। করোনা ভাইরাসের সংকটের মধ্যেও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে ভালো লাগছে।
এসময়- কাজল পাইকার, সুয়েজ সরদার,জনি, মর্জিনা বেগম সহ বিদ্যালয়ের ম্যানেজমেন্ট কমিটির সদস্য, শিক্ষক/শিক্ষিকা সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।।