শাজাহানপুরে এতিমদের মুখে খাবার তুলে দিলো র‌্যাব-১২

280

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী এবং র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের আয়োজনে শতাধিক এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে শাজাহানপুর উপজেলার ফুলদিঘী তালহা ক্বওমীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে কোম্পানী কমান্ডার সহ র‌্যাব সদস্যরা নিজ হাতে এতিম শিশুদের খাবার পরিবেশন করেন। খাবার শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার(ভারপ্রাপ্ত) সিনিয়র এএসপি সজল কুমার সরকার, এতিম খানার পরিচালক মোঃ জাকির হোসেন প্রমূখ।