শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

167

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা মওলাবক্স সরকার, বীর মুক্তিযোদ্ধা বীরেন দাস সুজন, কাদের সুফিয়া অটেস্টিক এন্ড প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মাসুদ করিম, টুনিপাড়া মাদ্রাসার শিক্ষক মাওঃ মতিউর রহমান লিটন, ভাটরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম হাফেজ মাওঃ জহুরুল ইসলাম প্রমুখ। শেষে একজন প্রতিবন্ধী কে ২৫ হাজার টাকা সুদ মুক্ত ঋণের চেক প্রদান করা হয়।