বগুড়া এক্সপ্রেস ডেস্ক
হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সৌরভ গাঙ্গুলি। প্রায় সঙ্গে সঙ্গে তাকে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি শনিবার সকালে বেহালার বাসায় জিম করার সময় অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘুরে পড়ে যান। হঠাৎ সবকিছু তার ব্যাকআউট হয়ে যাচ্ছে।
উডল্যান্ড হাসপাতালের জরুরি বিভাগে তাকে নেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। স্বস্তির বিষয় হলো চিকিৎকসরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।
কলকাতার পত্রপত্রিকাগুলো জানাচ্ছে, সৌরভ গাঙ্গুলি শুক্রবার, পহেলা জানুয়ারির রাতেই কিছুটা অসুস্থতা অনুভব করছিলেন। পরদিন সকালে জিম করার সময় তিনি মাথা ঘুরে পড়ে যান। এর আগে কখনোই সৌরভ এমনভাবে শারীরিক সমস্যায় পড়েননি।