বগুড়া এক্সপ্রেস ডেস্ক
চতুর্থ ধাপে ৫৬ টি পৌরসভায় ভোট গ্রহণ আগামী ১৪ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ই জানুয়ারি, বাছাই ১৯ই জানুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬শে জানুয়ারি। রোববার গণমাধ্যমকে এই তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি জানান, এসব পৌরসভার ৩১টিতে ইভিএমের মাধ্যমে আর ২৫টিতে ব্যালট পেপারে মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে তৃতীয় ধাপের ৬৪ পৌরসভার ভোট গ্রহণ আগামী ৩০শে জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে ইসি সূত্রে জানা গেছে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১০ই জানুয়ারি।
ইসির তফসিল অনুয়ায়ী প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ২৮শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় আগামী ১৬ই জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইভিএমের মাধ্যমে ২৯টি পৌরসভায় এবং ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোট হবে।।