ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

155

বগুড়া এক্সপ্রেস ডেস্ক
মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক গৃহবধূ।

রোববার (৩ জানুয়ারি) মানিকগঞ্জ সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত (২৫ ডিসেম্বর) রাতে ওই গৃহবধূ সদর থানায় এ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে বিরোধ মিমাংসার জন্য ১৪ ডিসেম্বর বিকেলে ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদে যায় ওই নারী। এরপর চেয়ারম্যান নানা তালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকেন।
এরপর সন্ধ্যার দিকে ওই নারীকে উপযুক্ত বিচার পাইয়ে দিবে বলে আশ্বাস দিয়ে চেয়ারম্যান তার নিজ বাড়িতে নিয়ে যায় এবং প্রাণনাশের ভয় দেখিয়ে ধর্ষণ করেন।

এ বিষয়ে একাধিকবার চেয়ারম্যানকে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ওসি আকবর আলী খান জানান, ওই গৃহবধূ চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।