বগুড়া চুড়িপট্টি দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

304

আবু সাঈদ হেলাল

বগুড়া চুড়িপট্টি দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে চুড়িপট্টিতে উক্ত অভিষেক অনুষ্ঠানে নব নির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করার অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ।
সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার গোলজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, তাহাউদ্দিন নাহিন, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি এনামুল হক দুলাল, ৬নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, রাজা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ প্রমূখ।
অনুষ্ঠানে চুড়িপট্টি দোকান মালিক সমিতির নব নির্বাচিত সভাপতি বেলাল হোসেন নান্নু, সহ-সভাপতি ফজলার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মিলন, সহ-সাধারণ সম্পাদক ফরহাদ আলী তুষার সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, ক্রিড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান, ধর্ম সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য সোহেল রানাকে শপথ করানো হয়।