নারায়ণগঞ্জে ভয়াবহ আগুন

111

বগুড়া এক্সপ্রেস ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ত্রিপদী এলাকায় একটি ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (০৩ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার পুরাতন টিপরদি এলাকায় কনকা ইলেকট্রনিক্স কারখানায় আগুনের সূত্রপাত হয়।

সোনারগাঁও, মেঘনা ও গজারিয়া থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

সোনারগাঁও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন কমান্ডার সুজন হাওলাদার জানান, বেলা পৌনে ১১টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত সোনারগাঁও ফায়ার সার্ভিস থেকে ৫টি মেঘনা ও গজারিয়া থেকে আরও ৫টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করছে। ধারণা করা হচ্ছে– বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এলাকাবাসী জানান, সকালে শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার সময় কারখানার তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা দৌড়ে কারখানা থেকে বের হয়ে আসেন। ভেতরে কেউ আটকা পড়েছেন কি না জানা যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের মেঘনা থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।