পাকিস্তানে ১১ কয়লাশ্রমিককে অপহরণ করে গুলিতে হত্যা

118

বগুড়া এক্সপ্রেস ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তানে ম্যাচ এলাকায় ১১ কয়লাশ্রমিককে অপহরণ করে হত্যা করা হয়েছে। রোববার অজ্ঞাত অস্ত্রধারীরা এ ঘটনা ঘটায়। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। স্থানীয় পুলিশ বলেছে, অপহরণকারীরা শ্রমিকদের একটি কয়লা খনি থেকে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী পাহাড়ে। সেখানে তাদেরকে গুলি করে হত্যা করে। কেউ কেউ মারাত্মক জখম হন। এসব শ্রমিককে ম্যাচের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ১০ জন খনি শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে বলা হয়।
কিন্তু সহসা নিহতের সংখ্যা বেড়ে ১১ দাঁড়ায়। বোলান এলাকার উপ কমিশনার মুরাদ কাসি বলেছেন, আহত চারজনের চিকিৎসা চলছে। ঘটনার পর পরই ওই এলাকা ঘেরাও করে ফেলেছে পুলিশ, স্থানীয় প্রশাসন, ফ্রন্টিয়ার কন্সট্যাবুলারির লোকজন। নিহতদের দেহ আনতে কোয়েটা থেকে এম্বুলেন্স পাঠানো হয়েছে। এ হামলার কড়া নিন্দা জানিয়েছেন প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়া ল্যাঙ্গাউ। তিনি বলেছেন, অভিযুক্তদের গ্রেপ্তারে সব রকম ব্যবস্থাই নেয়া হবে। বেলুচিস্তানে শান্তি প্রতিষ্ঠায় স্যাবোটাজ করার জন্য ব্যর্থ চেষ্টার অংশ এই হত্যাকান্ড। তিনি আরো বলেছেন, রাজ্যে কোনো রকম সন্ত্রাস গ্রহণযোগ্য নয়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের কোনো বিবেক নেই।