ভারতে ২ করোনা টিকা অনুমোদন

108

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

ভারত আনুষ্ঠানিকভাবে দুইটি করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। খবর বিবিসি।

টিকা দুইটির মধ্যে রয়েছে, সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ‘কোভিশিল্ড’ তার সঙ্গে রয়েছে ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনা টিকা ‘কোভ্যাক্সিন’।

রোববার (৩ জানুয়ারি) ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল ভিজি সোমানি এক সংবাদ সম্মেলনে দুই টিকা অনুমোদনের এই ঘোষণা দেন।

তিনি বলেন, নিয়ন্ত্রিত জরুরি ব্যবহারের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ও স্থানীয় কোম্পানি ভারত বায়োটেক্সের টিকার অনুমোদন দেওয়া হয়েছে এবং এই দুটি টিকাই শতভাগ নিরাপদ।

এদিকে, বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য গত ৩০ ডিসেম্বর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয়। এরপর, এ টিকা আর্জেন্টিনাতেও অনুমোদন পায়।

এ ব্যাপারে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, এক বছরে তারা পুরো বিশ্বের জন্য তিন বিলিয়ন ডোজ টিকা তৈরি করবে।

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, জরুরি ব্যবহারের জন্য যে দুটি টিকার অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো ভারতের তৈরি, যা ভারতবাসীর গর্ব।

রয়টার্স জানাচ্ছে, চূড়ান্ত অনুমোদন পেয়ে যাওয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতে কয়েক সপ্তাহের মধ্যে করোনা টিকা দেওয়া শুরু করা যাবে বলে আশা করছে দেশটির সরকার।

ওদিকে, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভারতের সরকারের কাছে প্রতি ডোজ প্রায় ২৫০ রুপি ও বাজারে এক হাজার রুপি দরে বিক্রি করা হবে বলে রয়টার্স জানিয়েছে।