গাবতলীতে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়ী ভাঙচুর ও প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ

189

শ্যামল সরকার

বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়ি ভাঙচুর প্রাণনাশের হুমকি। এই ঘটনাটি ঘটেছে গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের করিম পাড়া গ্রামে। শহিদুল ইসলাম(৩৫) পিতা মৃত: আবুল হোসেন, বাদী হয়ে থানায় অভিযোগ করেন। শহিদুল ইসলাম বলেন দীর্ঘ দিন ধরেই জমিজমা নিয়ে বিরোধ চলে আসিতেছে। পূর্ব শত্রুতার জের ধরেই 12-12 -2020 তাং -সকাল প্রায় (8:30) মিনিটে সাজু, এনামুল ঐ দুজন সহ আরো নাম না জানা বেশকয়েকজন বাড়িতে এসে বলেন যে এই জমি আমাদের তারা জমি দখলের চেষ্টা করে এবং বিভিন্ন ভাষায় বাড়ির মহিলাদের গালিগালাজ করে এবং নিজেদের বলে দাবি করেন। ওই জমি দখল করার চেষ্টা করে। তার প্রতিবাদ করতে গেলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয় এবং মারার জন্য

ধাওয়া করে। প্রাণের ভয়ে বাড়ি থেকে অন্য জায়গায় চলে গেলে তারা বাড়িতে হামলা করে। বসত ঘরের বেড়া চাটি ভাঙচুর করে এবং বাড়ির একটি টিওবয়েল-জোরপূর্বক তুলে ফেলে। বাড়িতে প্রায়ই 1 লক্ষ 50 হাজার টাকার ক্ষতিসাধন করে উল্লেখিত আছে অভিযোগে।