দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী দুপচাঁচিয়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে কেক কর্তনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। ৪ জানুয়ারি সোমবার বিকেলে দুপচাঁচিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রধান অতিথি হিসাবে এ কেক কাটেন উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি আমিনুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, যুবলীগ নেতা ইমরুল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল খান, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন প্রামানিক, গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেলিম হোসেন, জিয়ানগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ছাত্রলীগ নেতা নূর ইসলাম, মনিরুল ইসলাম মুন্না, সৌরভ সরদার, খাইরুল ইসলাম, সৌরভ মহলদার, হামিদুল ইসলাম, মাসুম আহম্মেদ প্রমুখ।