বগুড়া এক্সপ্রেস ডেস্ক
কিছুদিন আগেই ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলের এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবার বার্সেলোনার হয়ে আরেকটি মাইলফলক ছুঁলেন তিনি। লা লিগায় ৫০০ ম্যাচ খেলে ফেললেন। স্পেনের সর্বোচ্চ প্রতিযোগিতায় পাঁচশ’ ম্যাচ খেলা প্রথম বিদেশি ফুটবলার মেসিই।
রোববার রাতে হুয়েস্কার বিপক্ষে মাঠে নেমে গড়লেন নতুন এই মাইলফলক। বার্সেলোনার হয়ে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ খেলা জাভি হার্নান্দেজের আরও কাছাকাছি চলে গেছেন। লা লিগায় বার্সার হয়ে ৫০৫ বার মাঠে নেমেছিলেন জাভি।
মাইলফলকের ম্যাচেও উজ্জ্বল ছিলেন মেসি। নিজে গোল না পেলেও ফ্রেংকি ডি ইয়ংকে দিয়ে করিয়েছেন ম্যাচের একমাত্র গোলটি।
সূত্র: বিবিসি /গোলডটকম