বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

111

প্রেস বিজ্ঞপ্তি

বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষ্যে ওই কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করা হয়। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সরকারি শাহ সুলতান কলেজের সাধারণ সম্পাদক জাকিউল আলম জনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছাত্রলীগ কর্মীদের সর্বদা ঐক্যবদ্ধ থাকবে। ছাত্রলীগ করতে হলে বঙ্গবন্ধুর আদর্শকে নিজের বুকে ধারণ করতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিতে সর্বদা সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে হবে। ছাত্ররাজনীতি তে যেমন ছাত্রদের অধিকার আদায় এবং বিভিন্ন সময়ে প্রতিবাদী ভূমিকা রাখতে হয় ঠিক একইভাবে শিক্ষাঙ্গনেও মেধার বিকাশ ঘটিয়ে শিক্ষিত ও আলোকিত বাংলাদেশ বিনির্মাণে ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগ পরিবারকেই ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা যথাক্রমে অমিত কুমার পোদ্দার, ইলিয়াস সানি, মেহেদী হাসান ও নাফিজ আহম্মেদ শুভ।