সিরাম ইন্সটিটিউটের ভ্যাকসিন রপ্তানী নিষিদ্ধ ঘোষণা করল ভারত

149

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

আগামী কয়েকমাসের জন্য অক্সফোর্ডের অ্যাস্ট্রজেনেকার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিচ্ছে না ভারত। দেশটির সিরাম ইন্সটিটিউটের প্রধান এ কথা জানিয়েছেন। প্রথমে উন্নয়নশীল দেশগুলোকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন দিতে চেয়েছিল ভারত।

উন্নয়নশীল দেশগুলোকে ভ্যাকসিনের জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে জানিয়েছে ভারত। গণমাধ্যমকে ফোনের মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়াল্লা বলেন, ‘রোববার ভারতীয় নীতিনির্ধারণী কর্তৃপক্ষ ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে। কিন্তু শর্ত হলো, ঝুঁকিতে থাকা ভারতীয় জনগণের জন্য ডোজ নিশ্চিত করতে হবে। এজন্য রফতানি করতে পারবে না সিরাম ইন্সটিটিউট। আমরা এই মুহূর্তে শুধুমাত্র ভারতীয় সরকারের কাছে ভ্যাকসিন হস্তান্তর করতে পারব। এর পরে বেসরকারী বাজারে দেওয়া হবে ’

আগামী মার্চ বা এপ্রিলের আগে ভ্যাকসিন রপ্তানী করা সম্ভব হবে না বলে জানিয়েছেন সিরাম ইন্সটিটিউটের প্রধান। অগামী ডিসেম্বরের মধ্যে উন্নয়নশীল দেশগুলোতে ২০ থেকে ৩০ কোটি ভ্যাকসিন রপ্তানী করার কথা ছিলো ভারতের।

সূত্র: এবিসি নিউজ