বগুড়া এক্সপ্রেস ডেস্ক
দীপিকার জন্মদিনে ক্যাটরিনা-আলিয়ার শুভেচ্ছা
জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ৫ জানুয়ারি এই বলিউড ডিভার জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত ও প্রিয়জনদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।
দীপিকার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ক্যাটরিনা লিখেছেন, ‘জন্মদিন অনেক অনেক আনন্দে কাটুক দীপিকা পাড়ুকোন। তোমার জীবন ভালোবাসা, শান্তি ও উচ্ছ্বাসে ভরে উঠুক এই কামনা করি।’
সম্প্রতি রাজস্থানে একসঙ্গে ইংরেজি বর্ষবরণ করেছেন আলিয়া ও দীপিকা। বিভিন্ন স্থানে ঘুরেছেন তারা। ‘পদ্মাবত’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া লিখেছেন, ‘শুভ জন্মদিন দীপিকা পাড়ুকোন। তুমি সবসময় সৌন্দর্য ও শক্তির অনুপ্রেরণা ছিলে এবং থাকবে। সামনে একসঙ্গে আরো অ্যাডভেঞ্চারে অংশ নিব। তোমার প্রতি ভালোবাসা।’
সহকর্মীর পাশাপাশি এই তিন বলিউড সুন্দরীর আরেক পরিচয় ব্যক্তিগত জীবনে তারা প্রত্যেকেই অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। যদিও দীপিকা ও ক্যাটরিনার সঙ্গে সম্পর্কের পাট অনেক আগেই চুকিয়েছেন রণবীর। এখন আলিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন এই অভিনেতা। বিয়ের পরিকল্পনাও করছেন তারা। অন্যদিকে, ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার প্রেমের গুঞ্জন উড়ছে। আর দীপিকা এখন অভিনেতা রণবীর সিংয়ের ঘরণী।