এম,এ রাশেদ স্টাফ রিপোর্টার
বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বারের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ওসি,ডিবি, বগুড়া মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদক বিরোধী অভিযানে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ডিবির একটি টিম ৪জানুয়ারী বেলা ২.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সোনাতলা থানাধীন শাহাবাজপুর বিশুরপাড়া গ্রামের জনৈক শফিকুল ইসলামের বসতবাড়ির সামনে জুমারবাড়ীগামী পাকা রাস্তার দক্ষিণ পার্শ্ব হইতে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম(৩৮), পিতা-জিল্লুর রহমান ব্যাপারী, সাং-বাজিতনগর,থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সোনাতলা থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকমুক্ত বগুড়া গড়ার প্রত্যয় নিয়ে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি ডিবি বগুড়া মোঃ আব্দুর রাজ্জাক।