শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

212

মোঃ জাকির হোসেন শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বাড়ির গেটের সামনে দুর্বৃত্তরা ফরিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে।
আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত ৭ .৩০ টায় বগুড়ার শেরপুর ভবানীপুর ইউনিয়নের ইটালী পূর্ব পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে । নিহত ফরিদুল ইসলাম ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের মৃত কোরবান আলীর ছেলে ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদুল ইসলাম (৪০) ছোনকা বাজারে তার রড, সিমেন্টের দোকানে বিক্রয় শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির গেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ডাক দেয়।গেটের সামনে দাড়ালো দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে তার ব্যবহৃত মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ঘটনাস্থল পরিদর্শন করেছি। কি কারণ হত্যাকাণ্ড হয়েছে এখনো জানা যায় নাই ।