বগুড়ার শিবগঞ্জে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার

129

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

৪ জানুয়ারি ২০২১ তারিখ আনুমানিক বিকাল ৪ ঘটিকায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জুড়ি (অনন্তপুর) গ্রামের এলাকাবাসী একটি বিশাল আকৃতির হিমালয়ান গৃধিনী শকুন দেখতে পান । খবর পেয়ে সাংবাদিক উৎপল কুমার মোহন্ত “রাজশাহী বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগ” ও “বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট” ঢাকা বন বিভাগে ফোন দেয় । বন বিভাগ শকুনটিকে উদ্ধার করার জন্য আইইউসিএন বাংলাদেশকে দায়িত্ব দেন । শকুন আটকের খবর পেয়ে আইইউসিএন এর শকুন সংরক্ষণ প্রকল্পের উত্তরবঙ্গের কনসালটেন্ট মিজানুর রহমান উদ্ধার কাজটি পরিচালনা করেন । এসময় উদ্ধার কাজে অংশগ্রহণ করেন সরকারি আজিজুল হক কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “তীর” এর কর্মী সাব্বির আহামেদ সাকিল, তৌফিক হাসান, রবিউল ইসলাম রাসেল ও সাংবাদিক উৎপল কুমার মোহন্ত এবং শিবগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল ইসলাম সাবুসহ এলাকার সাধারণ মানুষ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন । শকুনটিকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার জন্য বগুড়ায় নেওয়া হয়েছে । ভালচার কনসালটেন্ট মিজানুর রহমান বলেন‚ শকুনটি মোটামুটি সুস্থ ও সবল হলে সারোয়ার আলম (সীমান্ত দিপু), আইইউসিএন এর সিনিয়ার প্রোগ্রাম অফিসার এর অনুমতি পেলে আইইউসিএন এর “শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র” সিংড়া জাতীয় উদ্যান দিনাজপুরে প্রেরণ করা হবে । উল্লেখ্য যে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন‚ “টিম ফর এনার্জি এন্ড ইনভায়রনমেন্টনাল রিসার্চ—তীর” বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণে ২০১১ সাল থেকে উত্তরবঙ্গে কাজ করে আসছে ।