বগুড়ায় সাকা আকন্দের মিথ্যা মামলা ও হয়রানী থেকে পরিত্রানের দাবিতে মানববন্ধন

128

আবু সাইদ হেলাল

বগুড়া শহরের ধাওয়াপাড়া এলাকার সাকা আকন্দ’র মিথ্যা মামলা ও হয়রানী থেকে পরিত্রাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ধাওয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে বগুড়া সারিয়াকান্দি রোড¯ ধাওয়াপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসুচিতে উপ¯িত ছিলেন মো. মামুন, জোবেদা বেগম, ঝরনা বেগম, নাজমা বেগম, শিউলি বেগম, রেনু বেগম, জলি বেগম এবং জুলেখা বেগম সহ অত্র এলাকার শতশত নারী পুরুষ এই মানববন্ধনে অংশ গ্রহন করে। মানববন্ধন থেকে বলা হয় ২০১১ সালে বগুড়া ধাওয়াপাড়া গ্রামের আব্দুল আজিজ ও শাকিলা খাতুন দম্পত্তির বিবাহ বিচ্ছেদ ঘটে, এরপর থেকে শাকিলা খাতুন একই এলাকায় তার বাবার বাড়িতে অব¯ান করতে থাকেন। কিš ২০১৫ সালে শাকিলা অজ্ঞাত কোন সন্ত্রাসীদের হাতে নিহত হন। দুঃখজনক বিষয় হলো শাকিলার বাবা সাকা আকন্দ এই হত্যাকান্ডের দায়ভার আব্দুল আজিজের উপর চাপিয়ে হত্যা মামলা দায়ের করেন। যাহা একটি মিথ্যা ও সাজানো মামলা। শুধু এখানেই সীমাবদ্ধ থাকেনি সাকা আকন্দ, তাপর থেকে ক্রমাগত আব্দুল আজিজ ও তার পরিবারের উপর গালিগালাজ, হুমকি ধামকি এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দিতে থাকেন। এছাড়াও তারা এ মামলার আপোষ মিমাংসার কথা বলে অনৈতিক সুবিধা আদয়ের দাবি করে ব্যর্থ হলে সাকা আকন্দ ও তার সাঙ্গপাঙ্গরা আরো বেপরোয়া হয়ে উঠে এবং বিভিন্নভাবে হয়রানী করতে থাকে। ইতিপুর্বে আজিজের বাবা আব্দুল আজিজের গলায় গামছা পেচিয়ে হত্যা করার চেষ্টা করে। এই বিষয়ে ভুক্তভুগিসহ এলাকাবাসীরা সঠিকভাবে আইনি সহযোগিতা দাবি করে বলেন উক্ত ঘটনার সাথে আব্দুল আজিজ ও তার পরিবাার কোনভাবেই জড়িত নয়। সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তি গ্রেফতার করে আইনের আওতায় আনতে মানববন্ধন থেকে জোড় দাবি জানানো হয়। এছাড়াও সাকা আকন্দের মিথ্যা মামলা ও হয়রানী থেকে রক্ষা পেতে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।