বিশাল পরাজয়ে বছর শুরু পাকিস্তানের

162

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান, এড়িয়েছিল হোয়াইটওয়াশ। কিন্তু টেস্ট সিরিজে তা আর সম্ভব হলো না। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ম্যাচে ১০১ রানের ব্যবধানে হারের পর, দ্বিতীয় ম্যাচে তাদের পরাজয় ইনিংস ব্যবধানে।

ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস ও ১৭৬ রানের জয়ে নতুন বছরের শুরুটা দুর্দান্ত করল নিউজিল্যান্ড। একইভাবে বিশাল ব্যবধানের পরাজয়ে হতাশাজনকভাবে বছর শুরু হলো পাকিস্তানের। দুই ম্যাচ সিরিজে তারা হলো হোয়াইটওয়াশ।

ম্যাচের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের নেয়া ৩৬২ রানের লিডের জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮৬ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। দুই ইনিংস মিলে ১১ উইকেট নিয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছেন কিউইদের দীর্ঘদেহী পেসার কাইল জেমিসন।

বিশাল এ জয়ের সুবাদে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছে নিউজিল্যান্ড। দুই ম্যাচের সিরিজ জিতে নিউজিল্যান্ডের বর্তমান রেটিং ১১৮, দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার ঝুলিতে রয়েছে ১১৬ রেটিং পয়েন্ট।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি নিউজিল্যান্ড। আগে ব্যাট করে পাকিস্তান অলআউট হয়েছিল ২৯৭ রানে। জবাবে অধিনায়ক কেন উইলিয়ামসন ২৩৮, হেনরি নিকলস ১৫৭ ও ড্যারেল মিচেল ১০২* রান করলে নিউজিল্যান্ড ইনিংস ঘোষণা দেয় ৬ উইকেটে ৬৫৯ রান নিয়ে।

যার ফলে দ্বিতীয় ইনিংসে ৩৬২ রানের বোঝা মাথায় নিয়ে ব্যাট করতে নামতে হয় পাকিস্তানকে। তৃতীয় দিন শেষ বিকেলে ৮ রানে ১ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। আজ (বুধবার) ম্যাচের চতুর্থ দিন অলআউট হয়েছে আরও ৭০.৪ ওভার ব্যাটিং করে।

দলীয় সংগ্রহটা ২০০ রানের কাছাকাছি নিয়ে গেছেন অভিষিক্ত স্পিনার জাফর গোহার ও পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। মাত্র ৯৮ রানে ৬ উইকেট হারানোর পর ফাহিম করেছেন ২৮ রান, শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে জাফর খেলেন ৩৭ রানের ইনিংস। এছাড়া আজহার আলিও করেছেন ৩৭ রান।

নিউজিল্যান্ডের পক্ষে একাই ৬ উইকেট নিয়েছেন জেমিসন। ট্রেন্ট বোল্ট নিয়েছেন ৩টি উইকেট। প্রথম ইনিংসেও নেয়া ৫ উইকেটের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জেমিসন। দুই ম্যাচে যথাক্রমে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি করা উইলিয়ামসন জিতেছেন সিরিজসেরার পুরস্কার।