ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত,পাইলট নিরাপদ

107

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

ভারতের বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে রাজস্থানের সুরাটগড়ে এ দুর্ঘটনা ঘটে। শিনহুয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক টুইটে জানানো হয়, পশ্চিমাঞ্চলে প্রশিক্ষণ চলা অবস্থায় মিগ-২১ বাইসন যুদ্ধবিমান ভেঙে পড়েছে।

বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ভারতের বিমানবাহিনী। দুর্ঘটনায় অবশ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শিনহুয়া নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রশিক্ষণের জন্যই যুদ্ধবিমানটি উড্ডয়ন করা হয়েছিল। তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা নির্দিষ্টভাবে জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।

সূত্র: শিনহুয়া