শিবগঞ্জে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

145

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ “জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” স্লোগানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬জানুয়ারী) দুপুর ১২ঘটিকায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা কৃষি অফিসার আল মুজাহিদ সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাসার, পিরব ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, শিবগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার রাজিয়া সুলতানা, শিবগঞ্জ সোনালী ক্যান্টিনের স্বত্বাধিকারী আহসান উল হাসান রনি, ফুড গার্ডেন হোটেলের স্বত্বাধিকারী আঃ সাত্তারসহ বিভিন্ন হোটেল মালিক ও মিডিয়া কর্মিবৃন্দ।