বগুড়ায় শীতার্তদের মাঝে র‍্যাবের শীতবস্ত্র বিতরণ

165

স্টাফ রিপোর্টার
বগুড়ায় ১৫০জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র‍্যাব-১২। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও ‘র‌্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে বৃহস্পতিবার সকাল পৌণে ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রামের  দি মুনলাইট কেজি স্কুল এন্ড হাইস্কুল মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।  এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ বগুড়ার  ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) স্বজল কুমার সরকার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. জিল্লুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড সদস্য আবু বক্কর ছিদ্দিক রেজাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।