বগুড়ায় রাতের আঁধারে অসহায় মানুষের মাঝে মানবিক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার রাছেল

266

নিজস্ব প্রতিবেদক

বুধবার রাতে বগুড়া শহরের সাতমাথা,রেলস্টেশন সহ বিভিন্ন জায়গায় ৩০ টি শীতবস্ত্র বিতরণ করেন মানবীক ছাত্রলীগ নেতা রাছেল । বগুড়া জেলা ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার রাছেল ও শহর ছাত্রলীগ নেতা আখইয়ার রহমান সাফল্য এসব শীতবস্ত্র শহরের বিভিন্ন জায়গায় অসহায় ছিন্নমূল মানুষের মাঝে বিতরন করেন। এর আগেও করোনাকালীন সময়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় তারা অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন,রমজান মাসে ইফতার বিতারন, মাস্ক বিতরন সহ অসহায় কৃষকের ধানও কাটেন এই মানবীক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার রাছেল ও সাফল্য রহমান।