শিবগঞ্জে এনজিও অফিস থেকে মটর সাইকেল চুরি

169

আরিফুল ইসলাম

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের গাংনগর আশা অফিস থেকে মটর সাইকল চুরির ঘটনা ঘটে, জানা যায় গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় সময় শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের গাংনগরে অবস্থিত আশা এন,জি ও অফিসর কর্মকর্তা ও মাঠকর্মীরা প্রতিদিনের ন্যায় কাজ শেষ করে রাতে ঘুমিয়ে পড়লে সংঘবদ্ধ চোরের দল গেটের গ্রীলের দরজা কেটে অন্যান্য ঘরের দরজার বাহির থেকে হ্যাজবল লাগিয়ে দিয়ে উক্ত শাখার মাঠ কর্মী মোস্তাফিজুর রহমানের ১টি ডিসকভার ১০০ সি,সি মটর সাইকল যাহার রেজিষ্ট্রেশন নং-বগুড়া-হ-১৩-৮৫৯৭ মটর সাইকল নিয়ে যায়। এছাড়াও ওই অফিসের অারো ২টি মটর সাইকল যাহার রেজিষ্ট্রেশন নং-বগুড়া হ-১৫-৪৯২৬,বগুড়া-হ-১৪-৮৮৮২ পার্শ্বের আলুর জমিতে রেখে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় পরে অাশা অফিস কতৃপক্ষ শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জি,ডি) করেছে। যাহার জিডি নং ২৮৫ তারিখ০৬/০১/২০২১
শিবগঞ্জ থানার পুলিশর উদ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে আশা গাংনগর শাখার ম্যানেজার শরিফুল ইসলাম অামাদের নিশ্চিত করেন।