রাকিব মাহমুদ ডাবলু
সোনাতলা উপজেলা কমিটি গঠন করা হয়। বিকেল ৫টায় সোনাতলা উপজেলা দলীয় কার্য্যালয়ে মৎস্যজীবী লীগের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (০৫ জানুয়ারী) বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আবু কালাম আজাদ এর সভাপতিত্বে,বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আবু কালাম ও সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন(লাল)এর স্বাক্ষরিত এক দলীয় পত্রে সোনাতলা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের এনামুল কবির খান খোকন,আহবায়ক এবং আব্দুল হাই শাহীনকে কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব জিয়াউল করিম শ্যাম্পু
বিশেষ অতিথি ছিলেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব,
শাহিদুল বারী রব্বানি সাধারণ সম্পাঃ জনাব মাহাবুবুল আলম বুলু,যুগ্ম সম্পাঃ জনাব আব্দুল মালেক,সাংগঠনিক সম্পাদক জনাব নবীন আনোয়ার কমরেড,প্রচার সম্পাঃ জনাব আবু বক্কর খান রবিউল,সহ-দপ্তর সম্পাঃ জনাব অসীম কুমার জৈন্য,সোনাতলা উপজেলা যুবলীগের সভাপতি জনাব ফিদে-হাসান টিটো,সাধারণ সম্পাঃ জনাব প্রভাষক ফরহাদ হোসেন জুয়েল,সোনাতলা উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান রতন,সাধারণ সম্পাঃ জনাব সুজন কুমার ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব শাহ নেওয়াজ তালুকদার বাবু, যুগ্ম সম্পাঃ জনাব মাহফুজুর রহমান শিপলু, এবং সোনাতলা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নব গঠিত কমিটির আহ্বায়কঃ জনাব এনামুল কবির খান খোকন,সদস্য সচিবঃ জনাব মাহমুদুর রশিদ সোহেল,জেলা আওয়ামী মৎস্যজীবী
লীগের সহ-সভাপতি হারুন রশীদ যুগ্ম সাধারণ সম্পাঃবিকাশ কুমার সাহা,আল-আমিন আকন্দ,যুগ্ম সাধারণ সম্পাঃ তাজুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মোঃ মােত্তালিব সরকার,দপ্তর সম্পাদক মোঃ নাসিম উদ্দিন,সদস্য সামিউল হোঃ(সম্রাট),শ্রী রতন কুমার পাল,শ্রী অবনি চন্দ্র হাওলাদার,মোঃ আনিছুর রহমান,রুহুল আমিন,সাকিউল ইসলাম,শ্রী প্রফুল্ল চন্দ্র হাওলাদার,মোঃ সোলাইমান হোঃ,প্রমূখ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।