আদমদীঘিতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

103

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
নওগাঁ-বগুড়া-মহাসড়কের আদমদীঘির অদুরে অভিযান চালিয়ে একটি সিএনজি ও ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বুধবার সন্ধ্যায় উপজেলার ইত্তহাদ প্লাষ্টিক কারকানার সামনে থেকে তাদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট কাঠগড় গ্রামের শাজাহান আলীর ছেলে আকতারুল ইসলাম (২২) ও একই উপজেলা মোবারকপুর মুন্সিটোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে হৃদয (২০)। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আদমদীঘির সান্তাহার সার্কেলের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম  বুধবার সন্ধ্যায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির অদুরে ইন্দইল ইত্তেহাদ প্লাষ্টিক ব্যাগ কারখানার নিকট বগুড়াগামী নম্বর বিহীন একটি সিএনজির গতিরোধ করে তল্লাশি কালে সিএনজিগাড়ীর পিছনে ডালায় অভিনব কায়দায় রশি দিয়ে বেঁধে রাখা অবস্থায় ৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় যাত্রী বেশে ওই দুই মাদক ব্যবসাযীকে গ্রেপ্তার ও সিএনজি গাড়ী জব্দ করা হয়।