শেরপুরে করোনা সংক্রমণ রোধে ইউএনওর মোবাইল কোর্টের অভিযান

161

মোঃ জাকির হোসেন শেরপুর (বগুড়া) প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে জেলা প্রশাসকের দিকনির্দেশনায় বগুড়া শেরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখের নেতৃত্বে ৭ জানুয়ারি সন্ধ্যায় শেরপুর এর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। খোন্দকারটোলা, ফাসিতলা এবং সাধুবাড়ী মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিয়াকত আলী সেখ। স্বাস্থ্যবিধি না মানায় তথা মাস্ক না পরায় তিনি ৯ জনকে ১৮০০/-টাকা জরিমানা করেন।
এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে মাইকিং করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী শেখ।