সারিয়াকান্দি জনতা ব্যাংক চন্দনবাইশা শাখায় ৪০ দিনের কর্মসূচির ব্যাংকিং সেবা প্রদান

134

সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলা জনতা ব্যাংক চন্দনবাইশা শাখায় ২০২০-২০২১ অর্থ বছরের অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রথম পর্যায়ে ৬ টি ইউনিয়নের শ্রমিকদের পারিশ্রমিক নগদ অর্থ ব্যাংকিং সেবা দেওয়া হয়েছে। ০৬ জানুয়ারী ২০২১ বুধবার সকালে উপজেলার কামালপুর ইউনিয়নের কড়িতলা উচ্চবিদ্যালয় মাঠে নিরাপদ দুরত্ব বজায় রেখে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে এই অর্থ বিতরণ করা হয়।

জনতা ব্যাংক চন্দনবাইশা শাখার ব্যবস্থাপক পিন্টু কুমার সাহা জানান, আমরা বর্তমানে করোনা মহামারীতে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরিধানের সচেতনতার পরামর্শ দিয়ে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছি গ্রাহকদের । এই শাখায় উপজেলার কর্ণিবাড়ি, কুতুবপুর, চন্দনবাইশা, বোহাইল, কামালপুর এবং ভেলাবাড়ি এই ৬ টি ইউনিয়নের জনসাধারণকে সেবা দেওয়া হয়। এই ৬ টি ইউনিয়নে ছুটির দিন ব্যতীত প্রায় প্রতিদিন পর্যাক্রমে শ্রমিকদের পারিশ্রমিকের নগদ অর্থ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, যতদিন এই শাখায় আছি ততদিন যেন সৎ নিষ্ঠার সাথে এলাকার সকলকে সঠিক ভাবে সেবা দিয়ে যেতে পারি। জনতা ব্যাংক চন্দনবাইশা শাখার ব্যবস্থাপকের আন্তরিকতা, সুন্দর আচরণ এবং সঠিক সেবা পেয়ে মুগ্ধ হয়েছেন অসহায় গরীব দুঃখী খেটে খাওয়া শ্রমিকরা এবং সুশীল সমাজের জনসাধারণ। সেই সাথে অসহায় গরীব দুঃখী খেটে খাওয়া শ্রমিকরা সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।