বগুড়া এক্সপ্রেস ডেস্ক
সাউথ এশিয়ান ড্যান্স কম্পিটিশন ২০২০-এর প্রথম রানার্স আপ জান্নাতুল বাকিয়া অর্পা। এই প্রতিযোগিতায় বাংলাদেশের ২০ হাজার প্রতিযোগীসহ ১০টি দেশের ৫৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে। তিনি আমেরিকার লাসভেগাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সুপার স্টার ২০২০-এর কোয়ার্টার ফাইনাল রাউন্ডেও উত্তীর্ণ হয়েছেন। এদিকে অর্পা বর্তমানে কাজ করছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে। নিয়মিত নাচের অনুষ্ঠানও করছেন। সামনে আরো ভালো কিছু কাজ উপহার দিতে চান তিনি। কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন লোক নৃত্যে ও সাধারণ নৃত্যে জাতীয় পুরস্কার। নাচ দিয়েই শোবিজে ক্যারিয়ার গড়তে চান তিনি।
পাশাপাশি তার আগ্রহ রয়েছে মডেলিং ও অভিনয়ে। বর্তমানে তিনি বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনায় পড়াশোনা করছেন। অর্পা বলেন, আমি চেষ্টা করছি নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর। এরইমধ্যে ওয়ার্ল্ড সুপার স্টার শীর্ষক আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও কোয়ার্টার ফাইনালে জায়গা হয়েছে। সামনে শোবিজের প্রতিটি শাখাতেই নিজেকে মেলে ধরতে চাই। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি। সবার সহযোগিতা পেলে পথটা মসৃণ হবে আমার।