স্টাফ রিপোর্টার
বগুড়ায় গত ২৪ ঘন্টায় ৩০টি নমুনার ফলাফলে নতুন করে ৫জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৬দশমিক ৬৬শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৪জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ৫ জনের সবাই সদরের বাসিন্দা।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ৭ জানুয়ারি জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৯টি নমুনায় ৫জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে একটি নমুনায় নেগেটিভ এসেছে।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৬৫৮জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৯৩৫জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৩৩জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৪৯০জন।