বগুড়া এক্সপ্রেস ডেস্ক
বাচ্চার দুধ কেনা নিয়ে তর্কাতর্কির সময় দুলাভাইয়ের ছুরিকাঘাতে সুমন নামে ২২ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুলাভাই হাবিবুল্লাহকে আটক করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, রাত ১১টার দিকে হাবিবুল্লাহর সঙ্গে সুমনের বাচ্চার দুধ কেনা নিয়ে ঝগড়া হয়। এ সময় উত্তেজিত হয়ে দুলাভাই শ্যালক সুমনের বুকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাবিবুল্লাহকে আটক করা হয়েছে বলে জানান তিনি।