বগুড়া এক্সপ্রেস ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গত বুধবার তিন ফরম্যাটের সবশেষ র্যাঙ্কিং প্রকাশ করে। টেস্ট র্যাঙ্কিংয়ে দেখা যায় বাংলাদেশের অবস্থান দশম। ঠিক উপরেই ৯-এ আফগানিস্তান। ২০১৮, ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে হার দিয়ে শুরু করে এশিয়ার নবীন টেস্ট খেলুড়ে দল আফগানিস্তান। পরে ২০১৯ এ প্রথমে আয়ারল্যান্ড পরে বাংলাদেশকে হারায় আফগানরা। একই বছর শেষ ম্যাচ হারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৩ বছরে ৪ ম্যাচ খেলে ২ জয়। ধারণা করা হচ্ছিল এতেই তারা র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে পিছনে ফেলেছে। এতে হতাশ হয়ে পড়ে বাংলাদেশের ক্রিকেটভক্তরা।
তবে বাংলাদেশের এক সংবাদকর্মীর ইমেলে ভুল ভাঙে আইসিসির। কারণ, সবশেষ বার্ষিক হালনাগাদের সময় আইসিসি বলেছিল, র্যাঙ্কিংয়ে বিবেচিত হওয়ার মতো যথেষ্ট টেস্ট আফগানিস্তান খেলেনি। তাহলে এখন কীভাবে তারা র্যাঙ্কিংয়ে জায়গা পেলো? এমন ইমেলের পর আইসিসি তাদের ভুল শুধরে নিয়েছে। গতকাল প্রকাশিত হয়েছে টেস্ট র্যাঙ্কিংয়ের সর্বশেষ তালিকা। আফগানিস্তানকে বাদ দেয়া হয়েছে টেস্ট র্যাঙ্কিংয়ের তালিকা থেকে। আর বাংলাদেশ তাদের পুরনো অবস্থান ৯-এ ফিরেছে। ২১ বছরে টেস্ট ক্রিকেটে খেলে টাইগাররা নিজেদের অবস্থানের উন্নতি করতে পারেনি। বলার অপেক্ষা রাখে না, এমন অবস্থা চলতে থাকলে টি-টোয়েন্টির মতো সত্যি সত্যি একদিন টেস্ট র্যাঙ্কিংয়ে আফগানদের নিচে চলে যেতে হতে পারে।