সিরাজগঞ্জ শাহজাদপুরে পিকআপ-ভ্যানের ধাক্কায় নিহত ২,আহত ৩

176

স্টাফ রিপোর্টারঃ আজ শুক্রবার ভোর ৬টার সময় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া -নগরবাড়ি মহাসড়কে পারকোলা কাঁঠাল তলার সামনে পিকআপ-ভ্যানের ধাক্কায় নিহত ২ আহত ৩। নিহতরা হলেন হোটেল কর্মী পারকোলা গ্রামের চাদু শেখের স্ত্রী কাজলি খাতুন(৬০) একই গ্রামের আনিছের স্ত্রী সালেখা বেগম(৫৮) আহতরা হলেন একই গ্রামের আনসার আলী,মুক্তা ও আয়সা খাতুন। এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা যায় , সকালে শাহজাদপুরে একটি রেস্টুরেন্টে রান্না করতে অটোভ্যানে করে যাওয়ার সময় পিছন থেকে আসা পিকআপ- ভ্যান যার নং ( ঢাকা মেট্রো ঠ ১১-৯০৬২) সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ২ জন হোটেল কর্মী নিহত হয় এবং ৩ জন আহত হয়।

ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার ওসি ( তদন্ত) কোমল কুমার দেবনাথ জানান, ঘাতক পিকাপ ভ্যান আটক করা হয়েছে। দূর্ঘনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে।