ডিসেম্বরে বাংলাদেশে হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

259

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

চলতি মাসে মেয়েদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের প্রকোপে তা স্থগিত করা হয় । আসরটি মাঠে গড়াবে আগামী ডিসেম্বরে। যার আয়োজক বাংলাদেশ।
বিশ্বকাপ সামনে রেখে গত বছরের জানুয়ারিতে প্রস্তুতি শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই ২৫ ক্রিকেটারকে তৈরি করা হচ্ছিল। কিন্তু করোনার প্রকোপে মাঝপথেই থেমে যায় প্রস্তুতি। বিশ্বকাপের জন্য আবার দল গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি বলেন, ‘চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে আয়োজিত হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। মেয়েদের ক্রিকেটে বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজনে কিছু সীমাবদ্ধতা আছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু করেছি। সারাদেশে বিসিবির বিভাগীয় কোচদের মাধ্যমে বাছাই প্রক্রিয়া শুরু করেছি।’
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, প্রমীলা ক্রিকেটার খুঁজে বের করতে বোর্ডের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা নেয়া হবে। তিনি বলেন, ‘আমরা পর্যায়ক্রমে গেম ডেভলপমেন্টের সহযোগিতা নেবো। বাংলাদেশ নারী দলের পাইপলাইন সমৃদ্ধ করতে অনূর্ধ্ব-১৯ এর একটি দল আমাদের প্রস্তুত করতে হচ্ছে।’